আগামী ২৩ জুন কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জনপ্রিয় ব্যান্ড বাংলা ফাইভের কনসার্ট হওয়ার কথা ছিল। এজন্য এক সপ্তাহ আগে ভেন্যুও নির্ধারণ করা হয়। কিন্তু শনিবার (১৭ জুন) কনসার্টের আয়োজক ব্রাদার্স অ্যাসোসিয়েশনকে মৌখিকভাবে জানানো হয়—শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে কনসার্ট করার অনুমতি পাচ্ছে না বাংলা ফাইভ।
আয়োজকদের অভিযোগ, বিদেশি বাদ্যযন্ত্র ব্যবহারের কারণেই ব্যান্ডটিকে গান করার অনুমতি দেওয়া হচ্ছে না।
এ নিয়ে সোশ্যালে একটি পোস্ট দেন বাংলা ফাইভের ভোকাল ও দলনেতা সিনা হাসান। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। আর এতে যোগ দেন বিখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। পৃথক পোস্টে তিনি জানান, এর আগে ঢাকা শিল্পকলা একাডেমিতে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি তাকে।
এদিকে এ বিষয়ে সিনা হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী ২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস। এ উপলক্ষে আয়োজকরা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কনসার্টের আয়োজন করেছে। এজন্য সব প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে আমাদের জানানো হয়— আমরা সেখানে গান করতে পারব না। শেষ পর্যন্ত আমরা ভেন্যু পরিবর্তন করেছি। এখন দিশা টাওয়ার মিলনায়তনে কনসার্টটি অনুষ্ঠিত হবে।’
সিনা হাসান বলেন, ‘আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে শিল্পকলা একাডেমিতে ড্রামস অ্যালাউড না। আমাদের কনসার্টটা ইনডোরে ছিল। কিন্তু কয়েকদিন আগে ব্যান্ড তারকা মাকসুদ সেখানে কনসার্ট করেছেন। তার কনসার্টটা অবশ্য ইনডোরে ছিল না। আমাদের প্রশ্ন হলো, কোনো শিল্পকলায় অনুমতি পাচ্ছি, কোনোটায় পাচ্ছি না—প্রতিষ্ঠানটি কি একই গভর্নিং বডির অধীনে চলে না? নাকি ২০২৩ সালেও ব্যান্ড সংগীতের জন্য আন্দোলন করা লাগবে?’
তার এই অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে।
তিনি বলেন, ‘আমাদের শিল্পকলা একাডেমিতে আধুনিক অডিটোরিয়াম করা হয়েছে। এর আগে সেখানে ব্যান্ডের কনসার্ট হয়েছে। কিন্তু কনসার্টে উপস্থিত শ্রোতারা সে সময় অডিটোরিয়ামের চেয়ার ভেঙে ফেলে, যার একেকটার দাম ২৫-২৬ হাজার টাকা। সেই অভিজ্ঞতা থেকে আমাদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এবং নির্বাচিত পরিষদ সিদ্ধান্ত নেয় অডিটোরিয়ামে কনসার্টের অনুমতি দেওয়া হবে না।’
আমিরুল ইসলাম বলেন, ‘আমরা সোশ্যালে তাদের দেওয়া পোস্ট সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু তারা প্রাতিষ্ঠানিকভাবে আবেদন করেনি। তারা চাইলে উন্মুক্ত মঞ্চে কনসার্ট করতে পারে। সেক্ষেত্রে আমাদের আপত্তি নেই।’