এবারের ঈদে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটি বেশ সাড়া ফেলেছে। আগামী ঈদের জন্য এখনই প্রস্তুত হচ্ছেন শাকিব খান। কোরবানি ঈদের জন্য একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো এই ‘প্রিয়তমা’ সিনেমাটি। ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ।
বুধবার (২৬ এপ্রিল) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ কালের কণ্ঠকে বললেন, ‘আগামী কোরবানির ঈদে প্রিয়তমা মুক্তির প্রস্তুতি নিচ্ছি। সিনেমার শুটিং শুরু হয়েছে। শাকিব ভাই আগামী ১ অথবা ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন। এই ছবিতে আরো চমক থাকছে। সেটা এখনই বলছি না।’
এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশ কিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে।