সিলেট প্রতিনিধি:: সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের পুরষ্কার গ্রহণ করেছেন কর্মকর্তারা।
রোববার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ৭ মাইল এলাকায় ৭ এপিবিএন এর সদর দপ্তরে সংস্থাটির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে মে মাসে একজন পরিশ্রমী এবং করিৎকর্মা কর্মকর্তা হিসেবে ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.সুমন মিয়াকে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরষ্কার প্রদান করা হয়।
এছাড়া এএসআই মৃদুল কান্তি দাস, এএসআই বিশ্বজিত, এসআই ময়নুল ইসলাম, এসআই নুরুল হুদা, এসআই মামুন সরকার এবং পানিনবাহক মুসলেম উদ্দিনকে বিভিন্ন ক্যাটাগরিতে মে মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়।
ফোর্সের কাজে উৎসাহ উদ্দীপনা তৈরি করতে গত কয়েকমাস থেকে অধিনায়কের নিজ উদ্যোগে এমন পুরস্কার দেওয়া হচ্ছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর মাসিক কল্যাণ সভায় ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম উপস্থিত থেকে এ পুরষ্কার প্রদান করেন।
ফোর্সের কল্যাণে গুরুত্বপূর্ণ ও যৌক্তিক প্রস্তাবনা উপস্থাপন করায় ব্যাটালিয়নের রিজার্ভ অফিসার এসআই টিপু সুলতান, হিসাব শাখা ও মিডিয়া উইংয়ের এএসআই পাবেলসহ আরও কয়েকজনের নামে পুরস্কার ঘোষণা করেন ৭ এপিবিএনের অধিনায়ক।