নেত্রকোণা প্রতিনিধিঃ
বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর ও বহুদিন যাবৎ অস্থায়ী ভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিসহ তিন দফা দাবিতে নেত্রকোণায় কর্মবিরতি পালন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন নেত্রকোণা সরকারি কলেজ শাখা।
০৫ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ১১ ঘটিকার সময় নেত্রকোণা সরকারি কলেজ প্রশাসনিক ভবনের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সচিব আব্দুর রাজ্জাক, নেত্রকোণা সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল মোতালেব মিন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম,আতিকুল ইসলাম চয়ন ও রফিকুল ইসলাম পাঠান লিটন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আমরা বাংলাদেশে সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীরা সরকারি কর্মচারীদের মত সকল সুযোগ সবিধা পাই না, এজন্য আমাদের বর্তমান বাজারমূল্যের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
বক্তব্যে তারা তাদের তিন দফা তুলে ধরেন।তাদের তিন দফা দাবীসমূহ হলোঃচাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদত্ত করতে হবে, সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে,বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে এবং কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।
তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।