ঈদ সালামি দিতে চেয়ে রাজশাহীতে আনিকা (০৮) নামের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যার করা হয়েছে।
আজ সোমবার (০৩ জুলাই) ভোরে রাজশাহী নগরীর ছোট বনগ্রাম খোরশেদের মোড় এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, নাটোর থেকে হত্যাকারী যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (০১ জুলাই) সন্ধ্যার দিকে শিশুটিকে অপহরণ করা হয়। আটককৃতর নাম পলাশ। তিনি নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে। নিহত আনিকা নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।
আরএমপির শাহ মখদুম জোনের উপকমিশনার (ডিসি) নূর আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদ সালামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে গলাটিপে হত্যা করে এবং সুযোগ বুঝে মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর থেকে তাকে গ্রেপ্তার করে।
নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত (ওসি) নজরুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যার দিকে নওদাপাড়া থেকে আনিকাকে অপহরণের ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে নেমে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ আনিকাকে অপহরণ করেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পলাশ পুলিশকে জানায়, শিশুটিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। পরে পলাশকে সঙ্গে নিয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।