চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগ ও রেমা বিজির যৌথ অভিযানে ৩ লক্ষাধিক টাকার চোরাই গাছের টুকরো উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার গাজিপুর ইউনিয়নের গাজিনগর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাছের টুকরো উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমানের নেতৃত্বে রেমা বিজিবির একটি বিশেষ টহল টিমের সহযোগিতায় গাজিনগর এলাকাতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ ঘনফুট সেগুন ও চাপালিশ কাট জব্দ করা হয়।জব্দকৃত গাছের টুকরোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, চোরাই কাঠ উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমান বলেন, বন রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব।এভাবে অবৈধভাবে গাছ কেটে বন উজাড় করা যাবে না।গাছ উদ্ধারের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।