সুনামগঞ্জ ছাতকে হজরত আহছান শাহ মাজার শরীফে খাদেম সানুর শাহ`র উদ্দ্যোগে তিন হাজার নারী পুরুষদের নিয়ে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্টিত হয়েছে। এ অনুষ্টানে তিন হাজার নারী পুরুষদের মাঝে নানা রঙ্গের ইফতার বিতরন করা হয়। (গত ৬ এপ্রিল)বৃহস্পতিবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের ইউনিয়নের মঈনপুর গ্রামে হজরত আহছান শাহ মাজারের খাদেম সানু শাহ সভাপতিত্বে ও দোয়া পরিচালনা করেন ক্বারি নয়ন শাহ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন
ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,লন্ডন প্রবাসী
আ`লীগ নেতা আমীর উদ্দিন,নুরুলহক,ভিলেজ একাডেমির পরিচালক শফিকুল হক দুপুর,
মরমী কবি সালাই উদ্দিন ভান্ডারী,শ্রমিক নেতা আফতার উদ্দিন,মেম্বার আলাল মিয়া, আলমগীর কবির ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ আহমদ,ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ফজল উদ্দিন,শিক্ষক রেজ্জাদ আহমদ, জুনেদ আহমদ রুনু,সানু মিয়া,কামাল আহমদ প্রমুখ। অনুষ্টিত সভায় মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে দেশ-জাতির কল্যাণ,বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন । গত বৃহস্পতিবার মাজার শরীফের সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নানা শ্রেনীর মানুষ নিয়ে ইফতার ও দোয়া ব্যতিত্রুমি আয়োজন করেন মাজার প্রাঙ্গনে এলাকায়। তার মাজারে নারী,পুরুষদের হাজারো মানুষের ঢল নেমেছে। আল্লাহু জিকিরে মুখরিত হচ্ছে মাজার প্রাঙ্গনে এলাকা।