শাল্লায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মত প্যাথলজী ল্যাব উদ্বোধন, সুনামগঞ্জের দূর্গম উপজেলা হিসাবে পরিচিত হাওর বেষ্টিত শাল্লা উপজেলা ।এখানে বর্ষায় নৌকা আর হেমন্তেও নেই উন্নত সড়ক যোগাযোগের মাধ্যম।
এ উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে, লোক সংখ্যা ১লক্ষ ৩৩ হাজার প্রায়।
এখানকার মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুর পর এই প্রথম ৬ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজী ল্যাব চালু করা হয়েছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্যাথলজী ল্যাব শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান, আমাদের মাননীয় এমপি জয়া সেনগুপ্তা মহোদয়, উপজেলা পরিষদ ও স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজী ল্যাব চালু করতে পেরেছি, যা শাল্লা উপজেলার চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি করবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী গণ সহ এলাকার প্রমূখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন