সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের বৃন্দা বিল থেকে আলী হামযা (৭) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। সে উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সোমবার (১০ এপ্রিল) বেলা ১২ টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুজাহিদ (১৪) কে আটক করেছে দিরাই থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহত আলী হামযা ও আটককৃত মুজাহিদ গত ৮ এপ্রিল ইফতারের পর থেকে নিখোঁজ হয়।
দুজনের নিখোঁজ সংবাদ জানিয়ে গ্রামের মসজিদ গুলোতে মাইকিং করা হয়। রাত একটার দিকে মুজাহিদ বাড়ীতে ফিরলেও আলী হামজা ফিরেনি। দুইদিন গ্রামের পশ্চিমে চাপতির হাওরের বৃন্দাবিল থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।