স্টাফ রিপোর্ট:: সুনামগঞ্জে দুই উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন ২জন।বৃহস্পতিবার(১৫জুন) সকালে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো.ইসমাইল হোসেন (৪২) নিহত হয়েছেন।তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ।
জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুন)সকাল ৮টার দিকে ঠেলাজাল দিয়ে মাছ ধরার জন্য এরুয়াখাই গ্রামের কচুবিলে যায়। মাছ ধরা অবস্থায় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি।পরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, হাওরে মাছ ধরতে গিয়ে ছাতকে বজ্রপাতে কৃষক আমির আলী (৪৫) নামে আরেকজন মারা গেছেন।বৃহস্পতিবার (১৫ জুন) সকালে গ্রামের পাশে তিনি বজ্রপাতের শিকার হন।
আমির আলী নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর পুত্র। বজ্রপাতে আহত হবার পর তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য হাজী সাদিক মিয়া বজ্রপাতে আমির আলীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।