স্টাফ রিপোর্ট:: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) মেয়র প্রার্থী ও মহানরগর জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম বাবুলের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে।
সোমবার (১২জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩১ সেকেন্ডর ভিডিওটি পোস্ট করে অনেকেই সমালোচনা করছেন।
ফাঁস হওয়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ডাইনিং টেবিলের চেয়ার বসে নাস্তা করছেন নজরুল ইসলাম বাবুল।এসময় ক্যামেরার পেছন থেকে এক নারী মুন্নি নাম উচ্চারণ করে শারীরিক সম্পর্কের ইঙ্গিত করে প্রশ্ন করেন। জবাবে বাবুল বলেন, আরে বাবা আমি কতকিছু করছি। ওই নারী ফের বাবুলকে প্রশ্ন করেন তুমি মুন্নিকে করছো? আমি কত কিছু করছি বলে ক্ষেপে যান বাবুল।তখন চেয়ার থেকে উঠে ওই নারীর ক্যামেরা ঝাপটে ধরেন এবং অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন।একপর্যায়ে ওই নারী খবরদার বলে বাবুলকে ধমক দেন এবং বাবুলও তার সেই কথার উত্তরে বলেন তুই ভিডিও করছ কিতা।লাথ মারিয়া পেট পাটাইলিমু….বলে গালাগালি করেন এবং ক্যামেরার পেছনে থাকা নারীর বার বার এক প্রশ্ন তুমি মুন্নিকে করছো??
এমন ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনীতি অঙ্গনের মানুষসহ বিভিন্ন শ্রেনীর লোকজন নজরুল ইসলাম বাবুলের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার তার আইডিতে স্ট্যাটাসে লেখেন-মুন্নি টা কে জনাব নজরুল ইসলাম বাবুল! তুমি মুন্নি কে কি করছো?
সংবাদিক সালমান ফরিদ নামে এক লেখেন-সিলেটের মুন্নী আর বরিশালের পানের পিক! দুটাই বদনামি!
এছাড়াও বিভিন্নজন ভিডিও পোস্ট করে সমালোচনা করতে দেখা যায়।
এবিষয়ে জানতে চেয়ে নজরুল ইসলাম বাবুলের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।