সিলেট প্রতিনিধি: পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। পাঁচ সিটির মধ্যে প্রবাসী অধ্যুষিত সিলেটে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। তবে শেষ পর্যন্ত দল কাকে নৌকার মাঝি হিসেবে বেছে নেয় তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
রোববার(৯এপ্রিল) সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করছেন ৫ আ.লীগ নেতা।
ওইদিন ১১টা সকাল থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের কাছ থেকে তারা মনোনয়নপত্র ক্রয় করছেন।
তার মধ্যে দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু।
বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থানরত আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র।
জানা যায়, ৫জনের মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী ও আরমান আহমদ শিপলু স্বশরীরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ান ফরম সংগ্রহ করেছেন।
অন্যান্য তিনজনের মধ্যে আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, অধ্যাপক জাকির হোসেনের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক দেওয়ান সুবহান দিপন এবং আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার মনোনয়ানপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম আগামী ১২এপ্রিল পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্রি করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত: নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল ও ৮ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে, বাছাই ১৮ মে ও ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।