হযরত শাহজালাল (র) এর সৃতি বিজরীত সিলেটের সিটি করপোরেশন নির্বাচন অনুষ্টিত হবে ২১শে জুন ২০২৩ ইংরেজি। তাই গত ২৭ এপ্রিল ২০২৩ ইংরেজী হতে প্রার্থীদের মধ্যে মনোয়নপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত মেয়র ৪জন, সংরক্ষিত ১৪টি আসনে ৫৯ জন মহিলা কাউন্সিলর এবং ৪২ টি সাধারণ ওয়ার্ডে ২০৮ জন কাউন্সিলর প্রার্থীসহ মোট ২৭১ জন প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে ৪জন প্রার্থীর মধ্যে ৩জন স্বতন্ত্রপ্রার্থী হলেন, মোহাম্মদ আব্দুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান এবং সামছুন নুর তালুকদার। দলীয় প্রার্থী হিসাবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন মাওলানা মাহমুদুল হাসান (ইসলামী আন্দোলন)। তথ্যটি নিশ্চিত করেছেন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।
Source:
NRD NEWS
Via:
NRD TV