বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে অসুস্থ সাংবাদিক শাহিন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকার পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮জুন) তাকে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়।
হার্ট এ্যাটাক জনিত কারণে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে খুবই জটিল অবস্থায় দীর্ঘ ৬ দিন যাবত সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসা নিয়ে শারিরিক কোনো উন্নতি না হওয়ায় গতকাল বিকেলে তাকে ঢাকায় হার্ট ফাউন্ডেশনে চিকিৎসার জন্য পাঠানো হয়।
সামাজিক দায়িত্ব মনে করে দেশ ও দশের কল্যাণে দির্ঘদিন যাবত সাংবাদিকতার মত মহান পেশায় জড়িত ছিলেন শাহিন উদ্দিন।সামাজের দরিদ্র, সুবিধা বঞ্চিত অসহায় মানুষের দুঃখ কষ্টের কথ তিনি সব সময় তার লেখনির মাধ্যমে তুলে ধরেছেন।তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তাঁর পরিবার ও তাঁর সহকর্মীরা
সুস্থতার জন্য বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন।