স্টাফ রিপোর্ট: সিলেটের দক্ষিণ সুরমায় (ঢাকা-সিলেট) মহাসড়কে তেলের ট্যাংক লরি ধাক্কায় খাদে পড়ে সুলতানা বেগম (৪৫) নামে অটোরিকশার (সিএনজি) এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার সাতমাইল বেতসান্দি ফকিরের গাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আটক করা হয়েছে লরি চালককে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমার থানার এসআই শাফি মাহমুদ রাসেল।
আরও পড়ুন:দক্ষিণ সুরমায় ট্যাংক লরির ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ১
আটককৃত ট্যাংক লরি চালক সরোয়ার হোসেন সুজনকে (৩৩) দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট গ্রামের নবীর হোসেনের ছেলে।
নিহত অটোরিকশা যাত্রী সুলতানা বেগম (৪৫)। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আবদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।
আহতরা হলেন-একই গ্রামের আবদিতপুরের তোতা মিয়া মেয়ে রিয়া বেগম (১৬), ছেলে রিয়াদ (১২), মেয়ে নূরি (৬), সিএনজি অটোরিক্শা ড্রাইভার মাখন মিয়া (৩২)।
জানা যায়, দুপুর পৌনে ১টার একটি ট্যাংক লরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। লালাবাজার-রশিদপুর এলাকার মধ্যবর্তী আসা মাত্র বিপরীতমুখী অটোরিকশার (সিএনজি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে।
ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুলতানা বেগম (৪৫) নিহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংক লরির চালক ও লরি আটক করেন।