সিলেটপ্রতিনিধি: সিলেটে নগরীতে ছাত্রদলের মিছিল থেকে ৮ জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২মে) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি এনআরডি নিউজকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তবে তাৎক্ষণিভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
জানা যায়, খালেদা জিয়ার চিরস্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের রিকাবীবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসা চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৬জন ছাত্রদল কর্মী ও সন্দেহভাজন দুইসহ ৮ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এনআরডি নিউজকে জানান, ‘ছাত্রদল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে এমন খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় ৮ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’