স্টাফ রিপোর্ট : প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের জেলা প্রশাসকের কার্যালস্থ ‘গৌরব সিলেট’।জেলা প্রশাসনের উদ্যোগে কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, গৌরব সিলেট’র পুরো আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।ছাটাই করা হয়েছে সীমানা প্রাচীরে থাকা উঁচু ঘাসগুলো ও পানি থেকে সরিয়ে ফেলা হয়েছে ময়লা-আবর্জনার স্তূপ।আগামী সপ্তাহ থেকে রঙের কাজ শুরু করা হবে।
আরও পড়ুন: অবহেলা আর অযত্নে নষ্ট হচ্ছে ‘গৌরব সিলেট’
এর আগে গত ১১মে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল এনআরডি নিউজে অবহেলা আর যত্নে নষ্ট হচ্ছে ‘গৌরব সিলেট’ শিরোনাম নামে সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদ প্রকাশের পর বিষয়টি দৃষ্টিগোচর হয় জেলা প্রশাসনের।ফলে গৌরব সিলেট ফিরে পাচ্ছে তার স্বরূপ।
এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান বলেন,ইতোমধ্যে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ শুরু করেছি।আগামী সপ্তাহ থেকে রঙের কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন।