আনোয়ারুজ্জামান চৌধুরী
হাসপাতালে গেলেন মেয়র আরিফকে দেখতে
সিলেট সিটি করপোরেশনের অসুস্থ মেয়র আরিফুল হক চৌধুরীকে দেখতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে যান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।শুক্রবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হয়ে অসুস্থ মেয়র আরিফের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। সেসময় সেখানে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ।
গত রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে যান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। রাতেই নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, তার হার্টের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনায় নগরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার স্ত্রী শ্যামা হক চৌধুরী।