সিলেট জেলা প্রতিনিধি:: সিলেট সিটি করপোরেশন নির্বাচন বয়কট ঘোষাণা দিয়েছেন ইসলামী আন্দোলন।
সোমবার (১২ জুন) রাত ৮টায় নগরের শিবগঞ্জস্থ হাত পাখার প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলা ও ভোটে কারচুপির অভিযোগ এনে এ ঘোষণা দেন।
এ সময় নির্বাচন কমিশনকে ব্যর্থ উল্লেখ ও কমিশনের পদত্যাগ দাবি করে মাহমুদুল বলেন- বরিশাল ও খুলনা সিটিতে ভোটের পরিবেশ বলে দেয় তারা ব্যর্থ। তাই আমরা এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।
মঙ্গলবার লিখিতভাবে নির্বাচন বয়কটের ব্যাপারে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে বলে জানান মাহমুদুল।
এছাড়া আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বলে তিনি। ভোট বর্জন ঘোষণার পর তাঁর কার্যালয়ের সামনে সরকারের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দিতে দেখা যায় কর্মী-সমর্থকদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের উপদেষ্টা রেদোয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন মোজাহিদ কমিটির সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদ, সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, সিনিয়র সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ ও জেলা শাখার সহসভাপতি আমির উদ্দিন প্রমুখ।