স্টাফ রিপোর্ট:: সিলেটে সংরক্ষিত কাউন্সিলরপদে বিজয়ের মালা পড়লেন ১৪টি সংরক্ষিত কাউন্সিলরপদে ১৪জন কাউন্সিলর। সকাল ৮টা থেকে শুরু হওয়া ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বিকাল ৪টা পর্যন্ত চলে।কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়। বুধবার রাতে সিলেট সিটি করপোরেশনের রির্টানিং কর্মকর্তা বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
১৪টি সংরক্ষিত কাউন্সিলরপদে মোট ৮৭ নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৪ ওয়ার্ডে নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলররা হলেন-
১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা। তিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি। তিনি হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করেছেন।
৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু। তিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।
৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: রুহেনা খানম মুক্তা। তিনি টিফিন ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।
৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু। তিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।
৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম। তিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।
৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা। তিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শারমিন আকতার রুমি। তিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।
৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ছমিরন নেছা।তিনি গ্লাস প্রতীকে নির্বাচন করেছেন।
১০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আয়শা খাতুন কলি। তিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।
১২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: হজেরা বেগম। তিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
১৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বাবলি আকতার। তিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।
তবে, রাত সাড়ে নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১নং ও ১৩নং ওয়ার্ডে ভোট গণনা চলছে বলে জানা গেছে।