সিলেট প্রতিনিধি: সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।
সোমবার (২৯ মে) সকালে সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বরে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।
এসময় তিনি বলেন, বর্তমানে ১৪টি দেশে ৭ হাজার ৪৩৬ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন। যার মধ্যে ৫৭২ জন নারী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সর্বমোট ১৬৭ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এই ধারাবাহিকতায় বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত বলে।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ, সিটি কর্পোরেশন ও জাতিসংঘের স্থানীয় কর্মকর্তা।পরে একটি বর্ণাঢ্য র্যালী সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।