সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে বুধবার। নির্বাচন শেষ হয়ে নগরীতে শুরু হয়েছে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণের কাজ।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল থেকে সিসিকের কর্মীরা নির্বাচন উপলক্ষে নগরীজুড়ে টানানো প্রার্থীদের পোস্টার ব্যানার অপসারণের কাজ শুরু করে।
নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও পলিথিন মুড়িয়ে সিলেট নগরজুড়ে পোস্টারিং করেন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। এসব পোস্টার ছিঁড়ে ড্রেনে পড়লে বর্ষা মৌসুমে সিলেট নগরীতে বাড়তে পারে জলাবদ্ধতা।
সরেজমিনে বৃহস্পতিবার সকালে দেখা যায়, সিটি করপোরেশনের আশেপাশের এলাকায় টানানো পোস্টার ব্যানার অপসারণ করেন সিটি করপোরেশনের কর্মীরা।পর্যায়ক্রমে নগরীর অলিগলি থেকেও নির্বাচনী জঞ্জাল অপসারণ করা হবে।
উল্লেখ্য- বুধবার সিলেট সিটির পঞ্চম নির্বাচনে ৬৮ হাজার ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারজ্জামান চৌধুরী। প্রথমবার নির্বাচন করেই তিনি মেয়র নির্বাচিত হলেন।
এবারের সিটি নির্বাচনে সিলেটে ৮ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৬৭ জন প্রার্থী।তাদের মধ্যে একজন মেয়র, ৪২ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।