বিশ্বনাথ প্রতিনিধি:: জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিশ্বনাথ উপজেলার কর্মরত সাংবাদিকরা।
সোমবার বিকেল বৃষ্টিকে উপেক্ষা করে পৌরশহরের বাসিয়া সেতুর উপর এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান সাংবাদিক নেতারা।
সাংবাদিক তজম্মূল আলী রাজু’র সভাপতিত্বে ও সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক প্রনঞ্জয় বৈধ অপু, আশিক আলী, সাইফুল ইসলাম বেগ, এমদাদুর রহমান মিলাদ, কামাল মুন্না, আব্বাস হোসেন ইমরান, নবীন সোহেল ও আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নুর উদ্দিন, আবুল কাশেম, মিসবাহ উদ্দিন, বদরুল ইসলাম মহসিন’সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়াও দাবির সাথে একাত্মতা পোষণ করে মানবন্ধনে যোগ দেন সাবেক মেম্বার আকবর আলী মিলন, সংগঠক মাজহারুল ইসলাম সাব্বির, আব্দুস সামাদ আজাদ, ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।