শ্রীমঙ্গল প্রতিনিধি:: শ্রীমঙ্গলে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকআপ উল্টে একটি মহিষের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬জুন) রাত সাড়ে ৩টার দিকে শহরে প্রবেশের মুখে এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে নরসিংদী ঈদের হাটে একটি পিকআপে করে পাঁচটি মহিষ নিয়ে যাচ্ছিলেন নরসিংদীর রায়পুরার বাসিন্দা মোহাম্মদ আলী। রাত সাড়ে ৩টার দিকে পিকআপচালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
এ সময় শ্রীমঙ্গল শহরের প্রবেশ মুখে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে তাৎক্ষণিকভাবে একটি মহিষের মৃত্যু হয়।এ সময় একটি মহিষের অবস্থা খারাপ হলে জবাই করা হয়। তা ছাড়া দুটি মহিষ গুরুতর আহত হয়ে পড়ে রয়েছে। তবে অন্য মহিষটি সুস্থ আছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমেই বিদ্যুতের লাইন বন্ধ করে আহত মহিষকে বাঁচানোর চেষ্টা করি। চালকের অসতর্কতাই দুর্ঘটনার কারণ বলে মনে হচ্ছে।’