রংপুর জেলা প্রতিনিধি ঃ
রংপুর মহানগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ (১২ সেপ্টেম্বর ) মঙ্গলবার দুপুরে রংপুর নগর ভবনের হলরুমে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যেগো ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম এর শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মিনহাজুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সিটি কর্পোরেশন এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন স্থানে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। এতে শহরের সৌন্দর্যের যেমন বৃদ্ধি পাবে, পক্ষান্তরে যানজট নিরসন হবে। এ সময় তারা রংপুর সিটি কর্পোরেশন এলাকার চলাচলকারী সকলকে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল মেনে চলার আহ্বান জানান।
পরবর্তীতে দুপুর আড়াইটার সময় মহানগরীর বঙ্গবন্ধু সড়কস্থ ধাপ লালকুটির মোড়ে রংপুর ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম এর ফলক উম্মোচন করে,
আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।