নিজস্ব প্রতিবেদক::
সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলতে মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদে পাঠাগার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে পাঠাগারের আলমারী ও বই বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মো: আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান আলমারী ও বই মসজিদ কর্তৃপক্ষের হাতে তোলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার ইয়াহহিয়া আহমেদ চৌধুরী, ফিল্ড সুপারভাইজার জুলফিকার আলী বাবুল, মাস্টার ট্রেইনার আব্দুন নুর আনোয়ারী ও হিসাব রক্ষক আশিক আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মৌলভীবাজারে মসজিদ পরিচালনা কমিটির হাতে পাঠাগারের বই তোলে দিচ্ছেন অতিথিরা।