কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র গরমের মধ্যে গায়ে জ্যাকেট পরে ভেতরে এক ব্যাগে করে পেটের মধ্যে বেঁধে মোটর সাইকেলে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন এক মাদক কারবারী।
এ সময় ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলেমান মিয়ার সহযোগীতায় খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ সদস্যরা।
শুক্রবার(১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর এলাকায় এক কেজি ২০০গ্রাম গাঁজাসহ বকুল আরমদ ওরফে বৈকু(৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার মৃত তনু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে সসে ভারত থেকে মাদক এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রী করতো।গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছাড় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিমল চন্দ্র মিলে অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাজাঁ ও একটি মোটর সাইকেলসহ বকুল আহমদকে আটক করে।সে জ্যাকেট পরে পেটের সামনের অংশে গাঁজার প্যাকেট নিয়ে মোটর সাইকেলে করে মাধবপুরে যাচ্ছিল।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘আটককৃত আসামীকে মাদকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।