নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার রাজনগর থানায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে শারমিন আক্তার (২২) নামের এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ আগস্ট) সকাল ১০ ঘটিকায় রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউপির অন্তর্গত পশ্চিম কালাইকোনায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম শাকিল মিয়া(২৪)। তিনি রাজনগর থানার আদমপুর,গ্রামের মো.ফারুক মিয়ার ছেলে। তাদের ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
চেয়ারম্যান আতাউর রহমান ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক করে প্রায় ৪ বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বর্তমানে তাদের সংসারে একটি ছেলে সন্তান আছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বিগত দুই মাস যাবত শারমিন আক্তার তার সন্তানসহ মায়ের বাড়ীতে বসবাস করে আসতেছেন। শারমিনের মা ঘরে না থাকায় সুযোগে শারমিন আক্তারকে একা পেয়ে আসামী মো.শাকিল মিয়া কথা কাটাকাটির জের ধরে ধস্তাধস্তীর একপর্যায় শারমিন আক্তারকে তার পরনের প্রিন্টের ওড়না দ্বারা গলায় ঘিরা দিয়ে শাসরুদ্ধ করে হত্যা করে, তারপর প্লাস্টিকের চেয়ারে বসিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। ভিকটিম শারমিন আক্তার এর ২ বছরের শিশু বাচ্চা কান্নার আওয়াজ শোনার পর মানুষ জড়ো হয়ে তাকে সেখানে মৃত অবস্থায় পান।
রাজনগর থানার এসআই মো. কামাল উদ্দিনসহ অন্যান্য অফিসাররা ঘটনাস্থলে প্রেরণ করেন।নারী কনস্টেবল আরতি কুর্মিকে সাথে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত দেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হয়।
ঘটনা সংঘটিত হওয়ার ৬ ঘন্টার মধ্যে’ই রাজনগর থানার ৬নং টেংরা বাজার ইউপির অর্ন্তগত সৈয়দনগর ভাঙ্গারহাট এলাকা হতে অভিযান পরিচালনা করে বিকাল ৫.৩০ ঘটিকায় আসামী মো. শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।