নেত্রকোণা প্রতিনিধিঃ
- নেত্রকোনায় সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করি শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৮ই মে ২০২৩ সোমবা সকালে নেত্রকোনা প্রেস ক্লাব সম্মেলন কক্ষে জেলা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও জেলা সম্মিলিত যুব সমাজের আয়োজনে এবং বারসিক এর সহযোগিতায় অধ্যাপক জনাব নাজমুল কবীর সরকার এর সভাপতিত্বে 1000 Postcard to the honarable Food Minister to ensure safe food for all lives beings (সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করি) বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাব এর সমস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আলপনা বেগম বারসিক এর আঞ্চলিক সমন্বয়ক অহিদুর রহমান সম্মিলিত যুব সমাজের সভাপতি পার্থপ্রতিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সংবাদ সম্মেলনে সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর প্রয়োগ কার্যকরী করা এবং উপজেলা ও জেলাসহ সব বাজারগুলোতে খাদ্যে ভেজাল রোধে প্রশাসনিক ও আইনী তৎপরতা জোড়দার করা এবং সাধারণ জনগোষ্ঠীকে এবিষয়ে সচেতন করতে জোড় প্রচারণার সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণ খাদ্য মন্ত্রীর নিকট পাঠানো চিঠির উদ্যোগকে সমর্থন করে আন্দোলনের সাথে থাকার অঙ্গিকার করেন।