স্টাফ রিপোর্ট :: ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেটসহ দেশের বিভিন্ন জেলা।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪.৫।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। তবে এর মাত্রা কত ছিল তা এখনো জানা যায়নি।
ভূমিকম্পের পর সিলেটের অনেক বাসিন্দা ফেসবুকে ভূমিকম্পন অনুভূত হওয়ার কথা লিখেছেন। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।