স্টাফ রিপোর্ট:: ফের সিলেট নগরীতে বৃষ্টিতে হাঁটুপানি। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দাররা।
বুধবার (১৪ জুন) ভোররাত থেকে শুরু হওয়া টানা কয়েক ঘন্টা ভারী বর্ষণে জলমগ্ন হয় নগরীর নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা।
সিলেট আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত সিলেট নগরীতে ৪৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
সিটি করপোরেশনের দায়িত্বশীলরা বলছেন, বেশিপরিমাণ বৃষ্টিপাতের ফলে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বৃষ্টির ফলে নগরের মদিনামার্কেট, আখালিয়া, সুবিদবাজার, জালালাবাদ, হযরত শাহজালাল (র.) মাজার এলাকার পায়রা ও রাজারগল্লি, বারুতখানা, হাওয়াপাড়া, যতরপুর, ছড়ারপাড়, দক্ষিণ সুরমার লাউয়াই, রেলগেইটসহ বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে যায়। অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসা-বাড়িতে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। এদিকে ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি অনেকের বাসা-বাড়িতে ঢুকেছে।
জালালাবাদ এলাকার বাসিন্দা আমিন বলেন, ‘রাতে ঘুমাবার আগে তো সব কিছু ঠিক ছিলো কিন্তু সকালে দেখি বাসার সামনে পানি আর পানি। আমরা থাকি বাসার নিচতলায়। বৃষ্টি হলেই আতঙ্ক। আজও ঘরের কিছু অংশে পানি ডুকেছে। জিনিসপত্র নিয়ে টানাটানি করতে করতে আমরা হয়রান।’
বেসরকারি চাকরি জীবি আলা উদ্দিন জানান, জলাবদ্ধতার কারণে নোংরা পানিতে শরীর ও কাপড় ভিজে গেছে। এছাড়া নোংরা পানিতে ভিজে অফিসে গিয়েও চরম অস্বস্তিতে থাকতে হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বেশি পরিমাণ বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি করপোরেশনের টিম কাজ করছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেয়া হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, রাতে ও সকালের কিছু সময় সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। সকাল ৬ থেকে ৯ পর্যন্ত ৪৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটা স্বাভাবিত বৃষ্টিপাত। আজও সারাদিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
Source:
NRD NEWS
Via:
NRD TV