বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে।
সোমবার (২৬ জুন) উপজেলা রিটার্নিং কর্মকর্তা ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। আগামী ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় ৬নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো.দয়াল উদ্দিন তালুকদার ও অপর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মহি উদ্দিন পলাশ দুজনেই নির্বাচনী প্রতীক আনারস দাবি করলে লটারীর মাধ্যমে দয়াল উদ্দিন তালুকদার নির্বাচনী প্রতীক আনারস জিতে নেন।
প্রতীক পাওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো.দয়াল উদ্দিন তালুকদার বলেন, লটারীর মাধ্যমে নির্বাচনী প্রতীক আনারস পাওয়াকে আমি নির্বাচনের প্রাথমিক জয় হিসেবে দেখি।
নির্বাচনে চুড়ান্ত জয় সে দিন পাবো যে দিন আমার ইউনিয়নবাসী ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।
এসময় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো.দয়াল উদ্দিন তালুকদার ১৭ জুলাই আনারস প্রতীকে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।