নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (০৫ আগস্ট২০২৩) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে নেত্রকোণার মোক্তারপাড়া মুক্তমঞ্চে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
সেইসঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে শ্রদ্ধা জানান।
পরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সকাল ৮টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে দলীয় কার্যালয়ে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাদ আসর দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।