বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রেখা বেগম (১৪)নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫এপ্রিল) বিশ্বনাথ পৌরশহরের রাজনগর এলাকার হাজী মজম্মিল আলীর কলোনি থেকে বিকাল ৫টার দিকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
রেখা তার সৎ বাবা রিপন মিয়া(২৮) ও মা হুসনা বেগম(২৫) সাথে ওই কলোনীতে ৭ মাস ধরে বসবাস করছে।সৎ বাবা একজন রিকশা চালক বলে জানা গেছে। আর তার গর্ভধারিনী মা সৌদি আরবে থাকেন।
সৎ মা হুসনা বেগম বলেন, মঙ্গলবার সকাল থেকে রেখা তার দাদির বাসায় যাওয়ার জন্য বলছিলো।ঘরের কাজকাম শেষ করে দুপুরে গোসল করে যাওয়ার জন্য বললে জানায় সে যাবে না।কয়েকবার বলার পর আমি আর আমার দুই ছেলে পাশেই তাদের দাদির বাসায় যাই।ওই বাসা থেকে ফিরেই দেখি রেখার ঘরের দরোজা ভিতর থেকে আটকানো। তখন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে নিয়ে
বটি দিয়ে দরোজা ভেঙ্গে দেখি সে গলায় ফাঁস দিয়েছে।পরবর্তীতে পুলিশকে খবর দেয়া হয়।
বিশ্বনাথ থানার ওসি তদন্ত আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘরে ঢুকে দরজা বন্ধ করে পরিবারের লোকজনের অগোচরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।ময়না তদন্ত শেষে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম।