গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ বারকোট গ্রামে চলাচলের রেকর্ডীয় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের পক্ষে এম.এ ছায়াদ, মুহিবুর রহমান ও শামসুল ইসলাম গত বৃহস্পতিবার (১জুন) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দেশে বিদেশে অবস্থানরত ১০জন ব্যক্তি মিলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার দক্ষিণ বারকোট গ্রামে ডোমবাড়ি ও বরইবাড়ি নামে দুটি পরিত্যক্ত টিলায় ১২ লক্ষ টাকা ব্যয়ে আনারস ও লেবু জাতীয় চারা রোপণ করা হয়।
এছাড়াও টিলার পাশে পুকুর খনন করে মাছ চাষ শুরু করা হয়। কিন্তু গত ১৯ মে স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন সিপার ও স্থানীয় ব্যক্তি আনা মিয়াসহ কয়েকজন ব্যক্তি বাগান ও স্থানীয়দের চলাচলের রেকর্ডীয় রাস্তা করে বন্ধ করে দেয়। এতে স্কুল-মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না স্থানীয়রা। এমনটাই অভিযোগে উল্লেখ করা হয়।
এরআগে, টিলা পরিস্কার কাজে ৮/১০জন শ্রমিকের সাথে আনা মিয়া নামে স্থানীয় ওই ব্যক্তি শ্রমিকের কাজ করে। সে উছশৃঙ্খল আচরণ করায় পাওনা পরিশোধ করে কাজ থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু এতে সে ক্ষিপ্ত হয়ে অন্যান্য শ্রমিকদের সাথেও অশালিন আচরণ করে ভোক্তভোগীদের কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় স্থানীয় ওই ইউপি সদস্যের যোগসাজশে রাস্তা বন্ধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন তারা।
সুষ্টু তদন্তের মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানান ভোক্তভোগীরা।