কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে।সোমবার (১২ জুন) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মৃগী রোগী আবেদ আহমদ (২১)। ওইগ্রামের তিনি মো.চেরাগ মিয়ার ছেলে।
জানা গেছে, আবেদ ৪ বছর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলো। সোমবার দুপুর ১টার দিকে নিজবাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে নামে আবেদ।একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়।পরে দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুছ ছালেক বলেন, আবেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।