কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজাের অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে। বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাপিয়ে উঠেছে জনজীবন। অনাবৃষ্টির কারণে বিভিন্ন ফসলাদী,পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন।
কৃষকরা তাদের জমিতে চাষাবাদ করতে পারছেনা।তখন বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত আদায় করেন কমলগঞ্জ উপজেলার শত শত ধর্মপ্রাণ মুসল্লী।
মঙ্গলবার (৬ জুন) সকাল সোয়া এগারোটায় নৈনারপার বাজারের অনতিদূর আদমপুর এম,এ,ওহাব হাইস্কুল মাঠে বিভিন্ন গ্রাম থেকে শত-শত মানুষ ইসতেকার নামাজে অংশ গ্রহণ করেন।
নৈনারপার বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান ইমামতিতে নামাজ শেষে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লীদের কান্নার রোলে পরিবেশ ভারি হয়ে উঠে।