খুদে ব্লগ লেখার সাইট টুইটারে প্রকাশ করা টুইটে (টুইটারে দেওয়া বার্তা) বানান বা তথ্যগত ভুল থাকে অনেকের। ফলে মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে গত বছর প্রকাশ করা টুইট ৩০ মিনিটের মধ্যে সম্পাদনার সুযোগ চালু করে টুইটার। তবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে টুইট সম্পাদনার সময় বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন অনেক ব্যবহারকারী। আর তাই এবার টুইট সম্পাদনার সময় এক ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে টুইটার।
নতুন এ সুবিধা চালুর ফলে প্রকাশের এক ঘণ্টার মধ্যে টুইটের বানান বা তথ্য সম্পাদনা করা যাবে। প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে টুইটারের নীল টিক ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি টুইটার।
টুইটারের তথ্যমতে, প্রকাশ করা টুইট সম্পাদনা করলে সম্পাদিত টুইটের নিচে বিশেষ চিহ্ন থাকায় অন্য ব্যবহারকারীরা জানতে পারেন, টুইটের মূল লেখা সম্পাদনা করা হয়েছে। শুধু তা-ই নয়, প্রকাশের কতক্ষণ পর টুইট সম্পাদনা করা হয়েছে, তা-ও দেখা যায়।
উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। টুইটারের নতুন সব সুবিধা অন্য ব্যবহারকারীদের আগে পরখের সুযোগ মিলে থাকে সেবাটিতে।
সূত্র: ম্যাশেবল