ঠিক কখন বা কবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যোগ দিয়েছিলেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের বয়স কত, তা জানতে চান? ফেসবুকে আপনার যোগ দেওয়ার তারিখ খুঁজে পেতে পারেন এর মুঠোফোন অ্যাপ ব্যবহার করে।
ফেসবুকের অ্যাকাউন্ট তৈরির তারিখ বের করতে চাইলে ফোনের ফেসবুক অ্যাপটি খুলুন। এবার আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করে ডান দিকের সেটিংস আইকনে আবার ট্যাপ করুন। একটু নিচে এসে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’-এ আবার ট্যাপ করুন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি মেনু খুলে গেলে, একটু নিচে এসে ‘ইয়োর ইনফরমেশন’ সেকশনের নিচে ‘অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন’ মেনুতে ট্যাপ করতে হবে। অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন পাতা খুলে যাবে। এখানে ‘পার্সোনাল ইনফরমেশন’মেনুতে ট্যাপ করুন। প্রোফাইল ইনফরমেশনের নিচে ইয়োর অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেটে আপনি কবে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন, তা দেখা যাবে।