আগামী দুই সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। গরমের মধ্যে লোডশেডিং দেওয়ার জন্য দেশবাসীর কাছে দুঃখও প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, পরিস্থিতি অসহনীয় হয়েছে সরকার সেটা জানে। সবাই এর ভুক্তভোগী। কিছু প্লান্ট অর্ধেক জ্বালানি দিয়ে চলছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশে পেট্রোল পাম্পের সমস্যা হওয়ার কথা নয়। কেননা পেট্রোল ও ডিজেলের কোনো সংকট নেই।