ঈদুল আজহা সামনে রেখে পুরনো বাস মেরামতের হিড়িক পড়েছে রাজধানীর ওয়ার্কশপগুলোতে।
শুক্রবার (১৬ জুন) সরেজমিনে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পুরনো ইঞ্জিন আর চেসিসের ওপর বসছে নতুন বডি। কোনোটির রং করা হচ্ছে, ফেটে যাওয়া বডিতে প্রলেপ লাগানো হচ্ছে।
কোনো কোনো বাসের ইঞ্জিন, অন্য যন্ত্রাংশের লক্কড়ঝক্কড় অবস্থা। খালি চোখে দেখলেই বোঝা যায় ফিটনেসবিহীন গাড়িগুলো মেরামত করতে আনা হয়েছে। ঈদ সামনে তাই বাজার ধরতে তড়িঘড়ি করেই কোনো মতে রাস্তায় নামানো হবে এসব বাস।
কারখানা শ্রমিকরা বলেন, পুরনো গাড়িগুলোকে মেরামত করে একেবারে নতুনের মতো বানিয়ে ফেলা হয়। ২২ থেকে ২৩ জুনের মধ্যেই সব গাড়ি সরবরাহ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অতি মুনাফার লোভে ফিটনেসবিহীন গাড়ি দূরপাল্লায় চলাচল করলে ঘটতে পারে দুর্ঘটনা। কোনোভাবেই এসব যানবাহনকে মহাসড়কে চলতে দেওয়া ঠিক হবে না। তাই ঈদযাত্রা নিরাপদ করতে কঠোর নজরদারির পরামর্শ তাদের।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, প্রতি ঈদে দুর্ঘটনার বড় কারণ আনফিট গাড়ি। এছাড়া বেশি লাভের আশায় অনেক বাস মালিক মফস্বলের গাড়িও মহাসড়কে নামিয়ে দেন। ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনা ঘটে।