চুয়াডাঙ্গায় আজ চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ৩ টায় ৪১ ডিগ্রি এবং দুপুর ১২টায় ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা । এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না।
আরও এক সপ্তাহ এমন দাবদাহ থাকতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। কোনোভাবেই তাপমাত্রা কমছে না এ জেলায়। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। সূর্যের প্রখরতা বেশি। সড়কে ও বাইরে চলাচল করা কঠিন হয়ে পড়ছে। পিচঢালা রাস্তা দিয়ে উঠছে গরমের উষ্ণতা। বৃহস্পতিবার বেলা ৩টায় ৪১ এবং দুপুর ১২টায় ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ১৫ শতাংশ।
দাবদাহে জনজীবন ও প্রাণিকূলের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। নিমিষেই সড়ক ফাঁকা হয়ে পড়ছে। পবিত্র রমজান মাসে রোজাদাররা গরমে দুর্বল হয়ে পড়ছেন। চৈত্রের শেষে এমন তাপপ্রবাহ বইলেও মাসের শুরুটা কিন্তু আরামদায়ক ছিল। এর কারণ ছিল বৃষ্টি। চৈত্র মাসের প্রথম দুই সপ্তাহে বৃষ্টি ঝরেছে। চলতি এপ্রিলের ২ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টি শেষ হয়। এরপর অবশ্য দু-এক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। তবে এক সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই প্রায় কোনো স্থানে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
NRD TV
এন আর ডি টিভি অসহায়দের কথা বলে। পবিত্র মাহে রমজান মাসে আমরা একে অপরের পাশে দাড়াই। রমজানের পবিত্রতা ছড়িয়ে যাক সবার মাঝে।