জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান বলেছেন, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারে দুই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও, ঘূর্ণিঝড়ের ফলে জেলায় আরও ১০,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান বলেন, ঘূণিঝড় মোকার প্রভাবে জেলার অন্তত ২ হাজার ঘরবাড়ি পুরোপুরি ভেঙে গেছে। এ ছাড়া ১০ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, ঘূর্ণিঝড়ে টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শুধু সেন্ট মার্টিন দ্বীপের ১২০০ ঘরবাড়ি পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে।
ঘূর্ণিঝড়ে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে জেলা প্রশাসক। তবে এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
সঠিক তথ্য পাওয়া আপনার অধিকার। সত্যের সন্ধানে কাজ করে যাচ্ছে এন আর ডি নিউজ। এন আর ডি নিউজের পাশেই থাকুন।