প্রতিবছরের নভেম্বরে একটি করে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের যে ধারাবাহিকতা সেটি থেকে সরে এসেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে বছরের প্রথম দিনে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এ ছাড়া এক বছরেই প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র। আজ বৃহস্পতিবার সূত্রটি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
নতুন বছরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে বলেন গত ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বর মাসে প্রকাশিত হয়ে আসছে। কিন্তু আসছে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের শুরুতে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এই বিসিএস বিজ্ঞপ্তি শুরুর পর থেকে এক বছরের মধ্যেই যাতে এটি শেষ করা যায়, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।
৪৬তম বিসিএসের সময় বয়সে ছাড় দেওয়া হবে কি না—জানতে চাইলে ওই সূত্র জানায়, বয়সে ছাড় দেওয়া, পদ বৃদ্ধি বা অন্যান্য কিছু সিদ্ধান্ত সরকারের এখতিয়ার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কোনো কিছু বলার থাকলে তা চিঠি দিয়ে পিএসসিকে জানাতে পারে। কিন্তু পিএসসি নিজে থেকে বয়সে ছাড় বা পদ কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে না। তাই এটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
পিএসসি সূত্র জানায়, এখন ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়ার কার্যক্রম চলছে। এটি শেষ হলে ৪৩ ও ৪৪তম বিসিএসের ভাইভা নেওয়ার দিকে মনোনিবেশ করবে পিএসসি। এ ছাড়া ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ধার্য আছে। এসব বিসিএসের পরপরই ৪৬তম বিসিএসের কার্যক্রমে হাত দেবে পিএসসি।