লংগদু উপজেলা প্রতিনিধি।
রাঙ্গামাটির লংগদু জোনের অন্তর্গত ভুঁইয়াপাড়া এলাকায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে লংগদু সেনা জোন।
বুধবার (৩১মে) দিন ব্যাপী উপজেলার ভুঁইয়াপাড়ায় ৩শতাধিক সাধারণ পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়েছে।
লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন এর দিক নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল ও ডাঃ ফারহানা আক্তার এনি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিতহয়।
উক্ত ক্যাম্পে ভুঁইয়াপাড়া এলাকার আনুমানিক ৩শতাধিক চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায়
পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা প্রদান করা হয়। বিনামূল্যে ঔষুধ বিতরণের পাশাপাশি ব্লাড প্রেসার এবং ডায়বেটিস টেষ্ট করা হয়।
এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই জোন কর্তৃক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের
দূর্গম এলাকায় আরো বড় পরিসরে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করার পরিকল্পনা রয়েছে জানায় লংগদু জোন।
জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিঞা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে লংগদু জোনের এ সকল কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে এবং লংগদু উপজেলার জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য লংগদু জোন সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাবে।








সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited