মানবিক সাহায্যের জন্য আবেদন
আরিয়ানাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
(৫), বছরের শিশু আরিয়ান হঠাৎ অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক ডাক্তার কাছে নিয়ে গেলে। ডাক্তারের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম. জি. ওসমানী মেডিকেল হাসপাতাল নিয়ে যান তার স্বজনরা। সেখানে পরিক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার জানায় আরিয়ানের এপেন্ডিসাইটিস রোগ হয়েছে। অপারেশন এর জন্য অনেক টাকার প্রয়োজন। ইতিমধ্যে তার পরিবারে চিকিৎসা সম্পূর্ণ খরচ বহন করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। আরিয়ানের প্রাণ রক্ষার্থে সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তবান-দানশীল ও সকল ব্যক্তির কাছে আকুল ভাবে আর্থিক সাহায্যের প্রার্থনা করছেন তার মা । আপনাদের সকলের অনুপ্রেরণায় বেঁচে যেতে পারে আমার নিষ্পাপ শিশু আরিয়ানের জীবন।
আরিয়ান বাঁচলে বাঁচবে মানবতা।
যোগাযোগ ঠিকানা
সুনামগঞ্জ দিরাই উপজেলা মকসদপুর গ্রাম।
অসুস্থ আরিয়ান এর মা’র
মোবাইল নাম্বার – 01723547574
			
			









সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited