সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের সুখ ও পারিবারিক ভালোবাসা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
বলিউডের দেশি গার্ল থেকে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী—প্রিয়াঙ্কা চোপড়া সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। নিক জোনাসের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে যেমন ভক্তদের আগ্রহ ছিল, তেমনই আজও তাঁদের দাম্পত্য নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন নিক ও প্রিয়াঙ্কা। বয়সে এক দশকের ব্যবধান নিয়ে বহু আলোচনার জন্ম দিলেও সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে, তাঁদের সম্পর্ক একেবারেই অটুট। এমনকি মাঝেমধ্যেই নিন্দুকদের দাবি ওঠে যে তাঁদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে। কিন্তু প্রতিবারই নিক ও প্রিয়াঙ্কা একসঙ্গে হাজির হয়ে সকল গুঞ্জন থামিয়ে দেন।
রবিবারকে ঘিরে বিশেষ রুটিন
সম্প্রতি এক আন্তর্জাতিক বিনোদন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, সপ্তাহের অন্যান্য দিনের ব্যস্ততা কাটিয়ে রবিবার তাঁদের কাছে বিশেষ। অভিনেত্রীর কথায়,
“রবিবারের সকালে পরিবারের সঙ্গে সময় কাটানোই আমার জীবনের সবচেয়ে বড় বিলাসিতা। সেদিন কোথাও যাওয়ার তাড়া থাকে না, নেই কোনো শুটিং বা মিটিং। আমরা সবাই একসঙ্গে বাড়িতে সময় কাটাই।”
তিনি আরও জানান, রবিবারকে ঘিরে তাঁদের একটা নিজস্ব ট্র্যাডিশন তৈরি হয়েছে, যেটা কখনোই বাদ যায় না। নিক ও প্রিয়াঙ্কা দু’জনেই বিশ্বাস করেন, সপ্তাহে অন্তত একটি দিন পুরোপুরি পরিবারের জন্য রাখা জরুরি।
পারিবারিক সুখই সবচেয়ে বড় প্রাপ্তি
প্রিয়াঙ্কা বলেন, তাঁর কাছে সবচেয়ে বড় শান্তি হলো নিক এবং কন্যা মালতীর সঙ্গে সময় কাটানো। ব্যস্ত কর্মজীবনের মাঝেই এই সময়টা তাঁকে মানসিকভাবে স্বস্তি দেয়। অবসরে তিনি চিত্রনাট্য পড়েন, টিভি দেখেন এবং পরিবারের সঙ্গে ছোটখাটো মুহূর্তগুলো উপভোগ করেন।
নিক-প্রিয়াঙ্কার সম্পর্কের শুরু
নিক জোনাস একসময় মাইলি সাইরাস, সেলেনা গোমেজসহ একাধিক তারকার সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু মেট গালার রেড কার্পেটে প্রিয়াঙ্কাকে দেখার পর তাঁর মন জয় হয়ে যায়।
প্রিয়াঙ্কার জন্য মাঝরাতে শোরুম খুলে হিরের আংটি কিনেছিলেন নিক।
প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে রাজি করানোর জন্যও অনেক পরিশ্রম করেছিলেন তিনি।
অবশেষে ২০১৮ সালে রাজকীয়ভাবে বিয়ে হয় এই তারকা জুটির।
ভবিষ্যতের দিকে দৃষ্টি
আজ তাঁদের বিয়ের সাত বছরেরও বেশি সময় পার হয়েছে। এখন মার্কিন মুলুকে কন্যা মালতীকে নিয়ে তাঁদের সুখী সংসার। ভক্তরা মনে করেন, নিক-প্রিয়াঙ্কার সম্পর্ক বলিউড ও হলিউডে এক বিরল উদাহরণ।
প্রিয়াঙ্কা চোপড়ার রবিবারকে ঘিরে দেওয়া এই সাক্ষাৎকার প্রমাণ করে, তারকা হয়েও তিনি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি খুঁজে পান পারিবারিক সুখে।
