জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি তাজিদুল ইসলাম কে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ই-প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা।
রবিবার (২৬ মার্চ) সুনামগঞ্জ ছাতক উপজেলা চরমহল্লা ইউপির কামরাঙ্গী মসজিদ গেইটের সামনে হঠাৎ করে কামরাঙ্গী গ্রামের কয়েস মিয়ার এক চক্রবাহিনী সাংবাদিক তাজিদুল ইসলাম সহ তার আত্নীয়দের উপর হামলা চালায়। এতে গুরুত্ব আহত হন সাংবাদিক।তাকে এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর শুনে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই প্রেস ক্লাবের সদস্যরা বলেন ই-প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা আহবায়ক সাংবাদিক তাজিদুল ইসলামের উপর হামলায় হুকুমদায়ী চরমহল্লা ইউপি ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার কয়েস মিয়া, হামলাকরী ফয়জুল ইসলাম, ফারুক আহমদ, আব্দুর রউফ সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক।
NRD TV সুনামগঞ্জ ছাতক উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের জন্য সংশ্লিষ্ট কাছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।
Source:
NRD TV
Via:
NRD NEWS








সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited