রংপুর জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের গ্রীন ইকো নামের পরিবেশবাদী সংগঠন গ্রীন পেন নামক কাগজের কলম তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছে।
ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমাতে এ কলম খুব কার্যকর। পরিবেশ বান্ধব কাগজের তৈরি এ কলমের কালি ফুরালে তা মাটিতে পুতে রাখলে সেখান থেকে জন্ম নেয় গাছের সবুজ চারা। কুড়িগ্রাম জেলার সর্বত্র এখন এই গ্রীন পেন বা সবুজ কলম নিয়ে চলছে আলোচনা।
প্লাস্টিকের তৈরি কলমের কালি ফুরালে তা প্লাস্টিক বর্জ্য হিসেবে পরিবেশের নানা ক্ষতি করে। তাই জলবায়ুর জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমাতে এই পরিবেশ বান্ধব গ্রীন পেন যথেষ্ট ভুমিকা রাখবে।
সরকারি সহযোগীতা পেলে বাণিজ্যিকভাবে সফল হওয়ার স্বপ্ন দেখছেন প্রতিষ্ঠানটি। কাগজের তৈরি কলমটি লেখার পাশাপাশি সবুজ বনায়নে বেশ ভূমিকা পালন করবে বলেও জানান প্রতিষ্টানের পরিচালক সঞ্জয় চৌধুরী।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ভবানন্দকুটির গ্রামের গনেশ চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরর ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র।
প্রথমে ছোট ভাই সুমন চৌধুরী মিলে এ কাজ শুরু করলেও এখন তার প্রতিষ্টানে প্রায় ১৮-২০ জন নারী কাজ করেন। প্রতিটি কলম ৬ টাকা মূল্যে স্থানীয় আরেক সংগঠন তটিনী পাইকারি কিনে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে। ক্রমান্বয়ে এ কলমের চাহিদা বেড়েই যাচ্ছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ( বিসিক) এর কুড়িগ্রাম জেলার উপ-ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, গ্রীন ইকো সংগঠনটি পরিবেশ বান্ধব কাগজ দিয়ে কলম তৈরি করছে। জলবায়ু বিপর্যয়ের মূহুর্তে পরিবেশ বান্ধব কাজ হিসেবে এটি খুবই ভালো উদ্যোগ। সংগঠনটিতে কুড়িগ্রাম বিসিকের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে।
গ্রীন ইকো এর প্রতিষ্ঠাতা সঞ্জীফ চৌধুরী জানান, গ্রীন পেন বা সবুজ কলমটি ৯৫% পরিবেশ বান্ধব। কাগজের তৈরি কলম করার পিছনে মূল উদ্দেশ্য হলো হুমকির মুখে থাকা জলবায়ুর পরিবর্তনে কিছুটা ভূমিকা রাখা।








সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited