দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমিলে নিয়োজিত এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) ফজরের নামাজের পর উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আতিকুল (২৫) সে ভাটিপাড়া গ্রামের আব্দুর রিজিকের ছেলে।
জানা যায়, ফিকুল মিয়া নামে একজন সমিলে শব্দ শুনতে পেয়ে সমিলের মালিক জমির হোসেন কে ঘুম থেকে জাগিয়ে তুলেন এবং বলেন সমিলে কি যেন শব্দ হয়েছে। তৎক্ষণিক সমিলের মালিক জমির হোসেন দেখতে পান সমিলে লাকড়ি বানানোর কাজে নিযুক্ত শ্রমিক আতিকুল মাটিতে পড়ে আছে এবং বিদ্যুৎস্পৃষ্ট। তাৎক্ষণিক মেইন সুইচ বন্ধ করেও বাঁচাতে পারেনি শ্রমিক আতিকুল কে।পরে স্হানীয় ইউপি সদস্য ছামিন নুর দিরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে।
বিষটি নিশ্চিত করে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন জানান,আমি ঘটনাস্থলে গিয়েছি।সমিলে কাজ করতে গিয়ে শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited